• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও বালির ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও বালির ট্রাক চলাচল বন্ধের দাবিত সর্বস্তরের জনতার পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারক লিপি দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও রিগ্যান চাকমা কে স্মারক লিপি দেওয়া হয়। সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক মুফতি আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে ও ব্যবসায়ী দেলোয়ার হোসেনের পরিচালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাও. মো. মোস্তফা, সোনাগাজী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও. মো. ইব্রাহীম খলিল, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. মো. নুরনবী, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইসলামি আন্দোলনের সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ, উপজেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আহসান উল্যাহ কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতিি মুফতি আবদুর রহমান, রওজাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মোশাররফ হোসেন, হেফাজতে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক গাজী নুরুল আলম, হালিমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর রহিম হেলালি মুফতি রহিম উল্যাহ কাসেমি, মানবাধিকার কর্মী সার্জেন্ট অব. মহি উদ্দিন ও সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহী উদ্দিন , কলম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদ ইকবাল রাজু, নিরাপদ সড়ক আন্দোলনের উপজেলা সভাপতি সুজন প্রমূখ। বক্তারা বলেন বড় বড় বালি বাহী ট্রাক চলাচলের কারণে সোনাগাজী বাজার থেকে সাইয়্যেদপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। বড় বড় গর্তে পড়ে প্রতিদিন দুর্ঘটনায় শিকার হচ্ছেন যাত্রী সাধারণ। এছাড়াও সোনাগাজী বাজারে লেগে আছে নিত্য দিনের যানজট। তাই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার করাসহ ২০০ ফোট বালুর গাড়ির উপরে অতিরিক্ত ওজনের বালুর গাডী নিষিদ্ধকরণ, সোনাগাজী বাজারে মালবাহী গাড়ি সকাল ৯ টা থেকে রাতের ৯ টা পর্যন্ত নিষিদ্ধ করুন, সোনাগাজী বাজারে অবৈধ ফু্টপাত দখল মুক্ত করুন, সোনাগাজী উপজেলার সকল ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০